নিজস্ব প্রতিবেদক : বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধারে নগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিপরীতে গ্রীন ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলিতে মডার্ন মেডিকেল মার্কেটে আরএমপি ডিবি অভিযান চালায়।
মহানগর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রসূল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিলো।