রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দেশের অন্যতম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী জেলা শাখা। রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ সংগঠনের মাধ্যমে সাংবাদিকরা রাষ্ট্রীয় ও সামাজিক কার্যক্রমের ইতিবাচক অবদান অব্যাহত রেখে আরো এগিয়ে যাবে।
সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার পক্ষে প্রেরিত ওই বার্তায় নবনির্বাচিতদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেছেন- সভাপতি রফিক আলম, সিনিয়র সহ-সভাপতি আবু সালে মোহাম্মদ ফাত্তাহ, সহ-সভাপতি আমীর ফয়সাল স¤্রাট, সাধারণ সম্পাদক এস.এইচ.এম. তরিকুল, যুগ্ম সম্পাদক শাহরিয়ার অনতু ও হাবিবুর রহমান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হুমায়ুন, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব আহমেদ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, জনকল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাদশা এবং ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন আদনানসহ অন্যান্য নের্তৃবৃন্দ।
উল্লেখ্য, গত শনিবার (২৬ ডিসেম্বর) রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্র্বাচনে সভাপতি পদে জনকণ্ঠের মামুন-অর-রশিদ ও কালের কণ্ঠের রফিকুল ইসলাম সমান সমান ভোট পাওয়ায় আগামী ২১ দিনের মধ্যে এই পদে পুনরায় নির্বাচন হবে বলে জানা গেছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার তানজিমুল হক। প্রেস বিজ্ঞপ্তি