নিজস্ব প্রতিবেদক : নগরীর উপরভদ্রা জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা উপরভদ্রা জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র মসজিদটি নির্মাণে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, উপরভদ্রা জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ জাভেদ আলী, সেক্রেটারি মো. ইয়াসীন আলী, ক্যাশিয়ার মশিউর রহমান রুবেল, ২৭ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আমিনুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক মোঃ নওসাদ আলীসহ স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।