নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম এমরান আলীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মাদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, মহানগর বিএনপির সাবেক সভাপতি, এমপি ও মেয়র মিজানুর রহমান মিনু।
সভায় উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও এমরান আলীর ছেলে আব্বু, নগর বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট জানে আলম, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, শাহমখদুম থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, দিলদার আলী, রাজপাড়া থানার সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ মুন্টু, সাবেক কাউন্সিলর বজলুল হক মুন্টু, নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, নগর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ওয়ালি উল হক রানা, নগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি প্রমুখ। দোয়া মাহফিলে মরহুম এমরান আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।