এফএনএস স্পোর্টস: মাত্র ২ রানে হার। তবে সুপারনোভাসের কাছে হেরেও ফাইনালে উঠেছে সালমা খাতুনের দল ট্রেইলব্লেজার্স এবং লিগ পর্বে সেরা দল হিসেবে। কিন্তু তাতে কপাল পুড়েছে জাহানারা আলমের দল ভেলোসিটির। ফাইনালে তাই বাংলাদেশের দুই ক্রিকেটার সালমা ও জাহানারার দেখা হচ্ছে না। তিন দলেরই সমান দুটি করে পয়েন্ট। কিন্তু নেট রান রেটে সবার নিচে থেকে বিদায় হলো ভেলোসিটির। ৯ নভেম্বর, সোমবার উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ বা মেয়েদের আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে ট্রেইলব্লেজার্স ও সুপারনোভাস। প্রথম ম্যাচে সুপারনোভাসকে হারিয়ে চমকে দেওয়া ভেলোসিটিই ফাইনালে ওঠার পথে পা বাড়িয়েছিল প্রথম। কিন্তু পরেরদিন ট্রেইলব্লেজার্সের কাছে জঘন্যভাবে হেরে নেট রান রেটের বারোটা বাজায় তারা। ভাগ্য বাঁধা পড়ে ট্রেইলব্লেজার্সের হাতে। শনিবারের ম্যাচে ভাগ্য তাকায়নি তাদের দিকে। তারপরও স্মৃতি মান্ধানার দলকে মিতালি রাজদের ধন্যবাদ জানানো উচিত, কারণ হারমানপ্রীত কৌরদের ১৪৬ রান তারা তাড়া করেছিল দারুণ সাহসী ভঙ্গিতে। শেষ ওভারে দরকার ছিল ১০ রান। রাধা যাদব তার বাঁহাতি স্পিনে ট্রেইলব্লেজার্সকে মাত্র ৭ রান দিয়ে আটকে ফেলাতেই আশাহত হতে হয় ভেলোসিটি অর্থাৎ জাহা-নারাদের। বল হাতে এক উইকেট নিয়ে অবদান রাখলেও সালমা ব্যাট করার সুযোগ পাননি। ১৪৭ রানের লক্ষ্য তাড়ায় যখন ওপেনার ও অধিনায়ক স্মৃতি মান্ধানা ৪০ বলে ৩৩ করে আউট হন, ট্রেইলব্লেজার্সের দরকার ছিল ৪৫ বলে ৬৪ রান। যখন রাধার বলে ক্যাচ দিয়ে ফেরেন ডি হেমলতা, তখন ৩০ বলে তাদের দরকার ৫৬ রান। এ অবস্থায় দীপ্তি শর্মা ও হার্লিন দেওল টানা ৪টি চার মারেন তাদের ৫২ রানের জুটিতে। কিন্তু পরে রাধার বলের বৈচিত্র্যের সঙ্গেই তারা পেরে ওঠেননি। ১৪৪ রানে থেমে যায় ট্রেইলব্লেজার্স। ৩০ রানে ২ উইকেট নিয়েছেন রাধা, ৩১ রানে ২ উইকেট শিকার মিডিয়াম পেসার শাকেরা সেলমানের। ১৮ রানে ১ উইকেট নিয়েছেন অফ স্পিনার অনুজা পাতিল। শারজা স্টেডিয়ামে টসজয়ী সুপারনোভাস গর্জে ওঠে চামারি আতাপাত্তুর ব্যাটিংয়ে। ৪৮ বলে সর্বোচ্চ ৬৭ রান করতে শ্রীলঙ্কান ওপেনার চার মেরেছেন ৫টি, ছক্কা ৪টি। পাওয়ার প্লেতে গড়া ৫০ রানের জুটিতে তারই অবদান ২৯ রান। হাফসেঞ্চুরি পূরণ করেছেন ৩৭ বলে। শুরুটা সংগ্রামমুখর হলেও শেষদিকে রান তুলে পুষিয়ে দিয়েছেন অধিনায়ক কৌর। পাঁচ উইকেটে ১৪৬ রান যথেষ্ট প্রমাণ করেছেন পরে বোলাররা। চার ওভার করে বোলিং করে ট্রেইলব্লেজার্সের ঝুলন গোস্বামী, সালমা ও দেওল ১টি করে উইকেট নিয়েছেন।
কপাল পুড়েছে জাহানারা