নিজস্ব প্রতিবেদক: গতকাল রাজশাহী ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ক্যাবের প্রতিনিধিদের নিয়ে পবা উপজেলার খড়খড়ি বাজার ও মোসলেমের মোড় এলাকায় এক যৌথ বাজার মনিটরিং কার্যক্রম সম্পন্ন হয়। উক্ত মনিটরিং কার্যক্রমের নেতৃত্ব প্রদান করেন রাজশাহী ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক, অপূর্ব অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম ও পবা উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জালাল উদ্দীন আহম্মদ। মনিটরিং টিম খড়খড়ি বাজার ও মোসলেমের মোড়ে অবস্থিত বিভিন্ন পোল্ট্রি ফিড ও ভেটেরিনারী ঔষধের দোকান পরিদর্শন করেন। মনিটরিং টিম পরিদর্শনকালে দোকানের ডি ্এল এস রেজিষ্টেশন দেখতে চান এবং প্রতিটি দোকানের ডিএলএস রেজিষ্টেশনের মেয়াদ উত্তীর্ণ অবস্থায় দেখতে পাওয়ায় অতি সত্তর ডিএলএস রেজিষ্টেশন নবায়ন করার নির্দেশ প্রদান করেন । এছাড়াও মনিটরিং টিম মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে না রাখার ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক করেন। মনিটরিং টিম পর্যবেক্ষনকালে বিভিন্ন পোল্ট্রি ফিড গোডাউনে পাটাতন বিহীন অবস্থায় ফিড সংরক্ষিত অবস্থায় দেখতে পাওয়ায় যথাযথ ভাবে ফিড সংরক্ষনের নির্দেশ প্রদান করেন অন্যথায় পরবর্তীতে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী প্রদান করেন। এছাড়াও দোকানের সার্বিক পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন ।
উক্ত যৌথ মনিটরিং কার্য্যক্রমে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন রাজশাহী জেলা ক্যাবের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মামুন, পবা উপজেলা কনজুমারস কমিটির সভাপতি কাজী নাজমুল ইসলাম, ক্যাব প্রকল্পের মাঠ সমম্বয়কারী মিজানুর রহমান ও মাঠ কর্মকর্তা মোঃ ফেরদৌস আহমেদ প্রমূখ ।