32.8 C
Rajshahi
Thursday, November 26, 2020
Home মহানগর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার বিকেলে সিডিএ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাসিক মেয়রপতœী বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী উপস্থিত ছিলেন।
সভার শুরুতে চট্টগ্রামের উন্নয়ন নিয়ে প্রদর্শিত ভিডিওচিত্র দেখেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় পতেঙ্গা সমুদ্র সৈকতের উন্নয়সহ চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকা- এবং পারষ্পারিক সহযোগিতা প্রদানের ব্যাপারে নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার দুপুর ২টায় চট্টগ্রাম ক্লাবে পৌঁছালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও মেয়রপতœী সমাজসেবী শাহীন আকতার রেনীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান চট্টগ্রাম সিডিএ এর চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষসহ অন্যান্য কর্মকাবৃন্দ। চট্টগ্রাম ক্লাবে মধ্যহ্নভোজ শেষে সিডিএ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাজশাহীর নগরপিতা।
মতবিনিময় শেষে রাসিক মেয়র ও মেয়রপতœীকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার দেন সিডিএ এর চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ ও উর্ধ্বতন কর্মকর্তারা। এরপর সিডিএ এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠক পৃথক পৃথকভাবে রাসিক মেয়র ও মেয়রপতœীকে ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ইয়াসমিন পারভীন তিবরাজী, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রকল্পের পরিচালক (পিডি) ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

মেসিকে ছাড়াও দুর্দান্ত বার্সেলোনা, শেষ ষোলো নিশ্চিত

এফএনএস স্পোর্টস: দুই ম্যাচ হাতে রেখেইে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ নিশ্চিত করেছে বার্সেলোনা। মার্টিন ব্রেথওয়েটের জোড়া গোলে গতকাল ডায়নামো কিয়েভকে ৪-০ গোলে...

মোরাতার শেষ মুহূর্তের গোলে জুভেন্টাসের জয়

এফএনএস স্পোর্টস: আলভারো মোরাতার শেষ মুহূর্তের গোলে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেনভারোসকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ নিশ্চিত করেছে জুুেভন্টাস। মঙ্গলবার...

পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরতœ শেখ হাসিনা এমপি ও সাধারণ...

পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

এফএনএস: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার পর গত মঙ্গলবার রাতে তার ফলাফল পজিটিভ আসে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের...

Recent Comments