চারঘাট প্রতিনিধি: বিয়ের তিন মাসের মাথায় স্বামীর ঘর থেকে রিংকি খাতুন(১৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনার পর নিহতের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক ঐ গৃহবধূর স্বামী শাওন আলীকে আটক করেছে।
জানা যায়, সরদহ ইউনিয়নের পশ্চিম ঝিকড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে রিংকিকে তিন মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেন চারঘাট পৌরসভার মিয়াপুর গ্রামের দুলাল আলীর ছেলে শাওন আলী।
স্থানীয়রা ও নিহত রিংকির স্বজনরা জানান, বিয়ের পর থেকেই শাওন ও তার বাবা যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে। যৌতুকের মাত্র ১০ হাজার টাকা পাওনা ছিল। গৃহবধূর শশুর দুলাল আলী সেই টাকা নিতে মঙ্গলবার গৃহবধূর বাবার বাড়িতে যায়। সেই টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে রিংকিকে গালাগাল ও তুচ্ছ তাচ্ছিল্য করে স্বামী শাওন ও তার পরিবারের লোকজন।
নিহত রিংকির বাবা রবিউল ইসলাম জানান, তার মেয়েকে স্বামীর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। স্বামীর বাড়ির বিভিন্ন বঞ্চনা ও লাঞ্ছনার পরও তিন মাস সংসার করেছে সে। তাকে শারীরিক ও মানিসকভাবে নির্যাতন করা হয়েছে, যার কারণে বিয়ের তিন মাসের মাথায় মেয়েকে লাশ হতে হলো।
এ বিষয়ে চারঘাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় রিংকির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাৎক্ষণিক নিহতের স্বামী শাওন আলীকে আটক করা হয়েছে।