32.8 C
Rajshahi
Sunday, January 17, 2021
Home সারাদেশ জাতীয় ছুটির দিনে দুর্ঘটনায় ঝরল ২৬ প্রাণ

ছুটির দিনে দুর্ঘটনায় ঝরল ২৬ প্রাণ

এফএনএস: ছুটির দিন গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২২ জন ও ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছয় জন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সাতজন, রাজধানীতে দুইজন, নরসিংদীর শিবপুর উপজেলায় একজন, গাজীপুরে একজন, বগুড়ায় এক শিশু, ভোলার সদর উপজেলায় একজন, হবিগঞ্জের বাহুবলে একজন, মাগুরায় একজন, নাটোরের সদর উপজেলায় একজন। আর ট্রেনের ধাক্কায় লালমনিরহাটে দুইজন, নরসিংদীতে একজন ও যশোরে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল: সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইচাইল এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন ছয়জন। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, উপজেলার ইচাইল এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহত ছয়জনের মধ্যে রয়েছেন ট্রাকের হেলপার রংপুরের পীরগঞ্জ উপজেলার শমসের হাট গ্রামের মো. রতন মিয়ার মিয়ার ছেলে মো. চুন্নু (৩২), একই উপজেলার ধলনাকান্দি গ্রামের জয়নাল হোসেনের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৪), একই গ্রামের পারভেজ আলীর ছেলে সিরাজুল ইসলামের (৬১) নাম জানা গেছে। বাকি তিন জনের নাম-পরিচয় জানা যায়নি।
মানিকগঞ্জ: গতকাল শুক্রবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরের মুলকান্দিতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন সাতজন। দৌলতপুর থানার ওসি রেজাউল করিম জানান, মানিকগঞ্জের দৌলতপুরের মুলাকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ নিহত সাত জন নিহত হয়েছেন। বাকী একজন সিএনজিচালক।
ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ট্রাকের ধাক্কায় ইফতেখার ইফতি (১৮) নামের এক মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এদিকে রাজধানীর মতিঝিলে বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে নুসাইবা আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় হয়েছেন আরও চারজন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে জীবন বীমা টাওয়ারের সামনে গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় কভার্ডভ্যানের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মাওনা হাইওয়ে থানার ওসি এ আর এম আল মামুন জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নয়নপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া (৪৫) ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া এলাকার মো. মইজদ্দিনের ছেলে।
নাটোর: সকালে নাটোরের সদর উপজেলার হয়বতপুর এলাকায় নাটোর-বনপাড়া মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো. আলাল ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলার জামতলা এলাকায় পিকআপভ্যান-শ্যালো ইঞ্জিনচালিত নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইউসুফ আলী (৬০) নামে একজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ইটাখলা-মঠখলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভোলা: দুপুরে ভোলায় ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে ট্রলির ধাক্কায় নিজাম উদ্দিন মিরন (৪৫) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
বগুড়া: গ্রামের রাস্তায় খেলছিল ৪ বছর বয়সী শিশু জাহিদ হাসান (৪)। এ সময় ধান বোঝাই অটো ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। গতকাল শুক্রবার বিকেল তিনটার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জাহিদ হাসান বেলঘড়িয়া গ্রামের কৃষক ফারুক হোসেনের ছেলে।
হবিগঞ্জ: বাহুবলে মাইক্রোবাস চাপায় আরশাদ আলী (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি বাহুবল উপজেলার আব্দাপটষ্টিয়া গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তফিকুল ইসরাম তৌফিক। তিনি জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের চারগাঁও এলাকায় বাইসাইকেল আরোহী আরশাদ আলীকে চাপা দেয় মাইক্রোবাসটি। গুরুতর আহত অবস্থায় আরশাদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।
মাগুরা: মাগুরা-ফরিদপুর মহাসড়কের রামনগর ঠাকুরবাড়ি এলাকায় সবজিবোঝাই ট্রাক উল্টে স্বর্ণা বিশ্বাস (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন গুরুতর আহত হয়। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের ঠাকুরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু: এদিকে গতকাল শুক্রবার ট্রেনের ধাক্কায় চার জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে লালমনিরহাটে দুইজন, যশোরে একজন এবং নরসিংদীতে একজন মারা গেছেন। জানা গেছে, লালমনিরহাটের কালীগঞ্জে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কাকিনা স্টেশনের বানীনগর শান্তিগঞ্জ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানকে সংবর্ধনা

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী...

সাংবাদিক হিলালী ওয়াদুদের মৃত্যু

এফএনএস: দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই। গতকাল শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ঢাকা...

গোদাগাড়ীর কাদমা হাইস্কুলের ভবন না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীর কাদমা হাই স্কুল ১৯৯৭ইং সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা অত্যন্ত কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার...

রাজশাহীতে মাসব্যাপী বিসিক-ঐক্য উদ্যোক্তা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও ঐক্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিসিক শিল্পনগরী, রাজশাহীর ঐতিহ্যবাহী মঠপুকুর সংলগ্ন মাঠে বঙ্গবন্ধুর...

Recent Comments