নিজস্ব প্রতিবেদক: জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়ি ক বাংলাদেশ গড়ার প্রত্যয় বিশ্ব শান্তি, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলা-দেশ রাজশাহী বিভাগের আয়োজনে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত মানবন্ধনে সভাপতিত্ব করেন অত্র কমিটির রাজশাহী বিভাগের আহবায়ক মোহাম্মদ শোয়াইব। প্রধান অতিথি ছিলেন ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি এয়াকুব বাদশা।
এছাড়াও ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম বাদশা, ছাত্রনেতা তামিম সিরাজী ও ঘাতক দালাল নির্মূল কমিটি বোয়ালিয়া থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান। এছাড়াও অত্র কমিটির অন্যান্য সদস্য ও সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসময়ে বক্তারা বলেন, বাংলাদেশে সন্ত্রাসী ও জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রধান টার্গেট হচ্ছে, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে অস্বীকার করা। সেই সঙ্গে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বপ্নের সোনার বাংলাদেশকে প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ, ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান, সংখ্যালঘু সম্প্রদায়, মুক্তচিন্তার বুদ্ধিজীবী, নারীশিক্ষা, নারী উন্নয়ন, আধুনিক প্রগতিশীল মানবিক শিক্ষা ও সমাজব্যবস্থার বিরোধীতা করা।