এফএনএস স্পোর্টস: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটে যুব বিশ্ব কাপজয়ী ক্রিকেটারদের বেশিরভাগই দল পেয়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্ব কাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী বেক্সিমকো ঢাকার হয়ে খেলবেন। এ ছাড়া তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে সেঞ্চুরি পাওয়া তৌহিদ হৃদয় সুযোগ পেয়েছেন ফরচুন বরিশালে। ঢাকায় আকবরের সঙ্গী হয়েছেন শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম। এইচপি ক্যাম্পের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ফর্মে আছেন ‘জুনিয়র’ তামিম। ওয়ানডে ফরম্যাটে হওয়া একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলেছেন ৭৪ রানের ইনিংস। এরপর কুড়ি ওভারের টুর্নামেন্টে টানা দুই ম্যাচে হেসেছে তার ব্যাট। ৭৩ ও ৬৬ রানের দুর্দান্ত দুটি ইনিংস উপহার দিয়েছেন এই ওপেনার। গাজী গ্রুপ চট্টগ্রামে সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের পেসার শরিফুল ইসলাম। তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে ছন্দময় বোলিং করেছেন ২০ বছর বয়সী এই পেসার। এই দলে তার সঙ্গী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী স্পিনার রাকিবুল হাসান। চট্টগ্রামে আরও আছেন দক্ষিণ আফ্রিকার যুব বিশ্বকাপে নিউজি-ল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল হাসান। যুব বিশ্বকাপে মাঝারি মানের পারফরম্যান্স উপহার দেওয়া তৌহিদকে সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে বেশ কয়েকটি দারুণ ইনিংস খেলে সবার মন কেড়েছেন তৌহিদ। তারই ধারাবাহিকতায় এবার টি-টোয়েন্টি ফরম্যাটের প্রতিযোগিতায় সুযোগ পেলেন বরিশালের জার্সিতে খেলার। এখানে তার সঙ্গী বিশ্ব জয় করা যুব দলের পারভেজ হোসেন ইমন। এছাড়া খুলনার হয়ে খেলবেন চাঁদপুর থেকে উঠে আসা তরুণ অলরাউন্ডার শামীম হোসেন।