তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এরআগে বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ সহ তাদের গ্রেপ্তার করে থানা পুলিশের একাধিক টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন, নিয়ামতপুর উপজেলার কামালপুর গ্রামের আব্দতুর রহিমের ছেলে সুমন আলী (২২), তানোর উপজেলার মালশিরা গ্রামের মন্টু রহমানের ছেলে এমাজ উদ্দিন প্রমাণিক (৪৫) ও পরাণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মাসুদ রানা (৩৪)। তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।