তানোর প্রতিনিধি : লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তানোর উপজেলা শাখা। শনিবার (২১ নভেম্বর) শেষ বিকেলে তানোর পৌরশহরের বরেন্দ্র ভবনের নিচতলায় মেয়রের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তানোর উপজেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌর মেয়র মিজানুর রহমান।
এ সময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব শামসুল আলম, সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, রাশেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জার্জিস মোল্লাসহ উপজেলা ও পৌর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।