তানোর প্রতিনিধি : বেসরকারি কোম্পানি ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আলুর উৎপান বৃদ্ধিতে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিতে রাজশাহীর তানোরে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রান্তিক কৃষকদের সাথে মত বিনিময় এবং সরেজমিনে মাঠ পরিদর্শন করেছেন ব্র্যাক এন্টার-প্রাইজের এমডি তামারা হাসান আবেদ।
এ উপলক্ষে বুধবার তানোর পৌরশহরের জিওল মোড়ে মতবিনিময় সভা এবং দুপুরে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি কৃষকের বিভিন্ন সমস্যার কথা সরাসরি শুনেন। সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও প্রদান করেন।
স্থানীয় মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর স্বত্তাধিকারী হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়েজিত ওই অনুষ্ঠানে তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান, ব্র্যাক এন্টারপ্রাইজের সিনিয়র ডিরেক্টর আনিসুর রহমান, কৃষিবিদ আজিজুল হক, ডিজিএম মাকেটিং মনির হোসেন, পি.এম. পটেটো মনসুর লিয়ন, আর এস এম রশীদুল ইসলামসহ উপজেলার প্রান্তিক আলু চাষী ও ব্রাক আলু বীজ ডিলাররা উপস্থিত ছিলেন।