নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে রাতভর অভিযান চালিয়ে পুলিশ কনস্টেবলের প্রান কেড়ে নেয়া ঘাতক বালুর ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ সময় মোঃ সাগর (২৬) নামের ট্রাক চালকে আটক করেছে পুলিশ। আটককৃত মোঃ সাগর নগরীর মতিহার থানাধিন কাজলা এলাকার মৃত আলমের ছেলে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান জানান, গত সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে শহর থেকে বেলপুকুর থানায় যাচ্ছিলেন কন্সটেবল মোয়াজ্জেম। পথে নগরীর মতিহার থানাধিন চৌদ্দপায় এলাকায় একটি বেপরোয়া বালুর ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাস-পাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কন্সটেবল মোয়াজ্জেম হোসেন নগরীর বেলপুকুর থানায় কর্মরত ছিলেন।
ওসি আরও বলেন, ঘটনার পর থেকে ঘাতক ট্রাক ও চালককে আটকের জন্য অভিযানে নামে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি তালাইমারী বালু ঘাটে একটি গ্যারেজে ঘাতক ট্রাকটি নতুন ভাবে রঙ করছে ট্রাকের মালিক নুরুল। উদ্দেশ্য পুলিশ যাতে ট্রাকটি শনাক্ত করতে না পারে।
পরে বালু ঘাটে অভিযান চালিয়ে ট্রাক চালক সাগরকে আটক করা হয়। আর ঘাটক ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক মালিক নূরুল পালিয়ে যায়। তিনি একই থানার বাজে কাজলা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
এ বিষয়ে মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মোঃ রাসেল সরকার বাদি হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন। মতিহার থানার মামলা নং-৩০, তাং-০৯-১১-২০২০। বলেও জানান ওসি।