32.8 C
Rajshahi
Saturday, December 5, 2020
Home সারাদেশ নগরীতে মহিলা পরিষদের অবস্থান কর্মসূচি

নগরীতে মহিলা পরিষদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় রাজশাহীতে বাংলাদেশ মহিলা পরি-ষদের আয়োজনে অবস্থান কর্মসূচী পালিত হয়। সহিংসতামুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বাস্ত-বায়ন চাই- এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর ভুবন মোহন পার্কে সামাজিক প্রতিরোধ কমিটি ও সমমণা সংগঠনের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদী অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। কর্মসূচিতে বক্তারা বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য র্ক যাচ্ছে পুনরায় দেশে সাম্প্রদায়িক সহিংসতা, নারীর প্রতি সহিংসতা, অতীতের বেশ কিছু ঘটনার মত আবারও বেড়ে গেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমের অপব্যবহারের মাধ্যমে নানা রকম গুজব এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ছাড়ানো, উগ্র ধর্মীয় মৌলবাদিতাসহ নানা রকম বিচ্ছিন্ন ঘটনা জনজীবনকে নিরাপত্তা-হীন ও বিপন্ন করে তুলেছে। সাধারণ মানুষ, সংখ্যালঘু সম্প্রদায় ও নারী শিশু এই অস্থিরতার এবং অনিশ্চয়তার শিকার হচ্ছে বলে জানান তারা।
কর্মসূচী থেকে সামাজিক প্রতিরোধ কমিটি অবিলম্বে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, পাশাপাশি এই সম্প্রদায়ের উপর হামলাকারীদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেফতার ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা রোধ করে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা, ধর্ম রক্ষার নামে অসাম্প্রদায়িক পরিবেশ বিনষ্টকারীদের কঠোর হস্তে দমন করাসহ দশ দফা দাবী তারা পেশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

মহিলা জাতীয় ফুটবল ফাইনালে রংপুর ও মাগুরা

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্ব থেকে বিদায় স্বাগতিক রাজশাহী ও সফররত গাইবান্ধার। কাল সোমবার চ্যাম্পিয়নের...

ছুটির দিনে দুর্ঘটনায় ঝরল ২৬ প্রাণ

এফএনএস: ছুটির দিন গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২২ জন ও...

২নং ওয়ার্ডে প্রতিবন্ধীদের মাঝে অনুদান বিতরণ

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এসডিডিবি প্রকল্পের আয়োজনে গত বৃহস্পতিবার সকালে নগরীর রাসিক ২নং ওয়ার্ড টলিপাড়া ক্লাব ঘরে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা...

থিম ওমর প্লাজায় ‘খিদমাহ’ শো-রুমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর থিম ওমর প্লাজায় 'খিদমাহ' নামের একটি নতুন শো-রুমের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শো-রুমটির উদ্বোধন করেন থিম...

Recent Comments