32.8 C
Rajshahi
Thursday, November 26, 2020
Home মহানগর নগরীতে রাষ্ট্রীয় মালিকানায় চিনিকল চালু রাখার দাবিতে সমাবেশ

নগরীতে রাষ্ট্রীয় মালিকানায় চিনিকল চালু রাখার দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : দেশের সবকটি চিনিকল রাষ্ট্রীয় মালিকানায় চালু রাখার দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের ১৫টি চিনিকলের মধ্যে ১০টি বেসরকারি মালিকানায় দিয়ে দেয়ার প্রাথমিক সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এ সমাবেশ হয়। শনিবার (২১ নভেম্বর) সকালে রাজশাহী চিনিকলে বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিশিল্প আখ চাষী ফেডারেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান। সংগঠনের সহ-সভাপতি মেসবাউল ইসলাম পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে রাজশাহী আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি ইয়াসিন আলী, রাজশাহী চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনতাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক চাষী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি শামসুল হক প্রমুখ বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

নগরীতে ‘রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক: অপরাজিতা নারীর ক্ষমতায়ন প্রকল্প রাজশাহীর আওতায় গতকাল সকাল ১১টায় রাজশাহী মহানগরীর পদ্মা গার্ডেন কনভেনশন হলে ‘রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ এবং...

ডা. মিলনের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধাদের পথ সুগম হয়: ফখরুল

এফএনএস: গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ ডা. মিলন পালন করেছিলেন অকুতোভয় সৈনিকের ভূমিকা। তার আত্মত্যাগের মধ্য দিয়ে নয় বছরের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম চূড়ান্ত...

সরকারি কর্মচারীদের মেধা, জ্ঞান, বুদ্ধি দেশের কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

এফএনএস: সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মত দক্ষ সরকারি কর্মচারী গড়ে তুলতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মেধা,...

জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ’র মানববন্ধন ও র‌্যালি

নিজস্ব প্রতিবেদক: জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়ি ক বাংলাদেশ গড়ার প্রত্যয় বিশ্ব শান্তি, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত...

Recent Comments