গোদাগাড়ী প্রতিনিধি ঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গণপূর্ত বিভাগের আওতায় ১ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত উপজেলা ভূমি অফিস উদ্বোধন হয়েছে। বুধবার বিকাল ৪ টার সময় উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ও রাজশাহী-১, গোদাগাড়ী-তানোর এর মামনীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন। উদ্বোধন শেষে নব-নির্মিত নতুন বিল্ডিং পেয়ে অত্র ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগন আনন্দ মুখোর পরিবেশে ও কোভিড-১৯ এর বাঁচতে সর্তকর্তামূলক সকলে মাস্ক পরিধান করে মুখ মিষ্টির আয়োজনে মেতে উঠে।