নিজস্ব প্রতিবেদক : নাটাব রাজশাহী জেলা শাখার উদ্যোগে জেলা মত বিনিময় সভা গতকাল বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নাটাব রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুল হক সুমনের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী জেলার সুশিল সমাজের ৩০জন প্রতিনিধি অংশ নেন। এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মো: এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বক্ষব্যাধি ক্লিনিক এর মেডিকেল অফিসার ডা. খাদিজা খাতুন। এছাড়াও সাংবাদিক মিলন, নাটাবের ফিল্ড লেভেল স্টাফ রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, নাটাব একটি প্রাচীনতম সংগঠন। স্বেচ্ছা শ্রমের মাধ্যমে নাটাব সারা বাংলাদেশে যক্ষা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরেরাধে কাজ করছে। যক্ষা হলে রক্ষা নাই এ কথার ভিত্তি নাই।
এসময় সুশিল সমাজের প্রতিনিধিরা নাটাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তারা বলেন, নাটাব আমাদের সচেতন করেছে। আমরা সাধারণ মানুষকে সচেতন করবো।