নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরতœ শেখ হাসিনা এমপি ও সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ গতকাল বুধবার বেলা ১.২০ মিনিটে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও এক মিনিট নিরবতা পালন করেন। বেলা ২টায় জাতীয় নেতা শহীদ এ.এইচ. এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা, জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ূ এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পো-রেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
অভিনন্দন
রাজশাহী মহানগর আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানি-য়েছে। সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার-এর নেতৃত্বে রাজশাহী মহানগর আ’লীগ আরো সুন্দর ও সুস্থভাবে সংগঠনকে শক্তি-শালী করবেন এ প্রত্যাশায় সকলকে অভিনন্দন জানিয়েছেন ১৩ নং ওয়ার্ড সভাপতি আবদুর রহমান তৌহিদুল। প্রেস বিজ্ঞপ্তি
ওয়ার্কার্স পার্টির অভিনন্দন
সদ্য অনুমোদিত বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবুর এক যৌথ অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।
অভিনন্দন বার্তায় নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নীতির ভিত্তিতে ১৪ দলীয় জোটের কাক্সিক্ষত লক্ষ্য পূরণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।