নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু কলেজকে সরকারীকরণের দাবিতে নগরীতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীবৃন্দ। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার দিকে কলেজের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, উত্তরবঙ্গের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রথম প্রতিষ্ঠান বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। এ কলেজটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠা হলেও দীর্ঘদিনেও সরকারিকরণ হয়নি। কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স বিষয়ে মোট ২৭০০ শিক্ষার্থী পাঠদানরত থাকলেও কলেজটি সরকারিকরণ হচ্ছে না।
সরকারিকরণের সব ধরনের শর্তাবলী পূরণ করা সত্ত্বেও কলেজটি সরকারিকরণ না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীরা দ্রুত কলেজটি সরকারিকরণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।