নিজস্ব প্রতিবেদক: সরকারি ও ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত পাট, সুতা ও বস্তকল আধুনিকায়ন করে অবিলম্বে চালুসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টে বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব পাটশিল্পের বিরাজমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। সংসাদ সম্মেলন থেকে আগামি ১৮ নভেম্বর বিকেল চারটা থেকে পাঁচটা সারাদেশের পাটশিল্প এলাকায় শান্তিপূর্ণ গণপদযাত্রার ঘোষণা দেওয়া হয়।
দাবিগুলো হলো- বন্ধকৃত ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে চালু, উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো ও কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলে লাভজনক শিল্পে পরিণত করতে হবে। কর্মহীন ৫১ হাজার শ্রমিককে স্বপদে কাজে ফিরিয়ে আনতে হবে। সরকারি ও ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত পাট, সুতা ও বস্তকাল আধুনিকায়ন করে অবিলম্বে চালু করতে হবে (এই দুর্যোগকালীন সময়ে প্রায় দেড় লক্ষাধিক কর্মসংস্থান হবে)।
এছাড়া সরকারি, অধিগ্রহণকৃত হস্তান্তরিত ও ব্যক্তিমালিকানাধীন পাটকল শ্রমিকদের নিম্নতম মজুরি অবিলম্বে ঘোষণা করতে হবে। বস্তকল শ্রমিকদের জন্য ঘোষতি মজুরি কার্যকর করতে হবে। সর্বক্ষেত্রে শ্রম আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ সংবিধান, জাতীয় শ্রমনীতি এবং আইএলও কনভেশন ৮৭ ও ৯৮ অনসারে অবাধ ট্রেড ইউনিয় অধিকার নিশ্চিত করাসহ শ্রম আইন সংশোধন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক সহিদুল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র রাজশাহী জেলার সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু, জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম অপু প্রমুখ।