32.8 C
Rajshahi
Saturday, January 23, 2021
Home সারাদেশ বাগমারায় কৃষকের আলুখেত কেটে ফেলেছে দুবৃর্ত্তরা

বাগমারায় কৃষকের আলুখেত কেটে ফেলেছে দুবৃর্ত্তরা

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার এক বর্গাচাষির আলুখেত কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। এর ফলে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। আসন্ন পৌরসভা নির্বাচনে একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে দুবৃর্ত্তরা খেত নষ্ট করতে পারে বলে সন্দেহ করছেন।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, ডাক্তা গ্রামের কৃষক আবদুল কুদ্দুস বাড়ির অদূরে বিলসতি বিলে ১০ শতক জমি বর্গা নিয়ে সেখানে আলু চাষ করেছিলেন। পরিচর্যা আর যতœ করে আলুগাছগুলো বেড়ে ওঠেছিল। অন্য দিনের মত আজ মঙ্গলবার বেলা ১১টায় কৃষক খেতের পরিচর্যার জন্য আসেন। এসময় খেতের সব আলুগাছ কাটা অবস্থায় দেখতে পান। আলুখেত কাটা দেখে তিনি প্রায় অস্বাভাবিক হয়ে পড়েন। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন। রাতের বেলায় দুবৃর্ত্তরা তাঁর খেতের আলুগাছগুলো কেটে সাবাড় করতে পারে বলে তিনি সন্দেহ করেন।
তিনি জানান, তাঁর খেতের আশপাশে আলুখেত অক্ষত অবস্থায় থাকলেও কেবলমাত্র তাঁর খেতই নষ্ট করা হয়েছে। কৃষক আবদুল কুদ্দুস অভিযোগ করে বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। এ নিয়ে অন্য এক কাউন্সিলরের সঙ্গে বিরোধ দেখা দেয়। আলুখেত নষ্টের পেছনে এই কারণ থাকতে পারে বলে সন্দেহ করছেন। আগামি ১৬ জানুয়ারি এই পৌরসভার নির্বাচন।
স্থানীয় কাউন্সিলর হাসান আলী বলেন, কৃষক আবদুল কুদ্দুসের আলুখেত নষ্ট করে অমানবিকতার পরিচয় দেওয়া হয়েছে। ফসলের সঙ্গে শক্রুতা করা উচিত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানকে সংবর্ধনা

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী...

সাংবাদিক হিলালী ওয়াদুদের মৃত্যু

এফএনএস: দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই। গতকাল শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ঢাকা...

গোদাগাড়ীর কাদমা হাইস্কুলের ভবন না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীর কাদমা হাই স্কুল ১৯৯৭ইং সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা অত্যন্ত কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার...

রাজশাহীতে মাসব্যাপী বিসিক-ঐক্য উদ্যোক্তা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও ঐক্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিসিক শিল্পনগরী, রাজশাহীর ঐতিহ্যবাহী মঠপুকুর সংলগ্ন মাঠে বঙ্গবন্ধুর...

Recent Comments