নিজস্ব প্রতিবেদক: নগরীর মতিহার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ২৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো: শাহজাহান আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর ২৯ নং ওয়ার্ড ডাঁশমারি ফুটবল মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। গত সোমবার রাত ৮টায় তিনি ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি .. রাজউন)।
উক্ত জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র, এমপি মো: মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল হক মিলন, মতিহার থানা বিএনপির সভাপতি মোঃ আনসার আলী, মহানগর বিএনপির যুগ্মসম্পাদক ওয়ালীউল হক রানা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাাদক আনোয়ার হোসেন উজ্জল, সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, ২৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, ৩১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গফুর, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাব্বান আলী, মহানগর শ্রমিক দল সিনিয়র যুগ্মসাধারন সম্পাদক রফিকুল ইসলাম সদর, যুবনেতা শাহজাহান আলী সহ বিএনপি এবং বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে মহানগর বিএনপির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও মরহুমের শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।