নিজস্ব প্রতিবেদক: দেশের অধস্তন আদালতের কর্মচারীদেরকে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন ও পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন সহ কয়েকদফা দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধাণমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। স্মারকলিপিতে উল্লেখিত দাবি সমূহ হলো অধস্তন আদালতের কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করতঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ০৫ বৎসর অন্তর অন্তর পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা, অধস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করতঃ এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সবাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন একটি গুরুত্বপুর্ন প্রশাসন বিচারবিভাগ। কিন্তু এই বিভাগের কর্মচারীগন বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের প্রানের তিন দফা দাবীগুলো মেনে নিবেন বলে আমরা বিশ্বাস করি। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: রুহুল আমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ.কে.এম সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো: মোশারফ হোসেন, সহ-সভাপতি মো: বাদেশ আলী, সহ-সাধারন সম্পাদক মো: এজাজুর রহমান, সহ-সভাপতি মো: শামিম হোসেন, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদীকা আলপনা রাণী কর্মকার প্রমুখ।