নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দৈনিক বার্তা পত্রিকার ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কামরুল মনির এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক বার্তা পরিবারের আয়োজনে দৈনিক বার্তা ভবনে গতকাল শুক্রবার বাদ মাগরিব এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন, হাফেজ মওলানা আনোয়ার হোসেন । উপস্থিত ছিলেন, দৈনিক বার্তার ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও এ্যাডভোকেট আব্দুল হাই, সম্পাদক এস.এম এ কাদের, সহ-সম্পাদক এমএ কাইউম, বার্তা সম্পাদক খন্দকার ওমর ফারুক, মফস্বল সম্পাদক গোলাম মোস্তফা মামুন, প্রেস ইনচার্জ আবুল বাসার, কম্পিউটার ইনচার্জ আব্দুল গফুর, কম্পিউটার গ্রাফিক্স মো: মাসুদ রানা, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী মোল্লা, নিজস্ব প্রতিবেদক গোলাম রাব্বানী ও আল-ফাত্তা সামাদ, ফটো সাংবাদিক মো: মিলন শেখ, সম্পাদনা সহকারী নুরজাহান বেগম, হিসাব রক্ষক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোছা: আয়েশা আক্তার, বিজ্ঞাপন সহকারী মঞ্জুর হোসেন, সার্কুলেশন ম্যানেজার আনোয়ারুল ইসলাম স্বপন, পিওন মনোয়ারাসহ দৈনিক বার্তা পরিবারের সদস্যবৃন্দ।
তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন গত ২৭ স্বেপ্টেম্বর ভারতের দিল্লিতে যান এবং দিল্লির রাজীব গান্ধী ক্যানসার ইন্সটিউট এন্ড রিসার্চ সেন্টারে ডা. উল্লাস বার্টার তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তিনি লাং ক্যান্সারে আক্রান্ত। তিনি মোবাইলে দোয়ায় অংশ গ্রহণ করেন এবং তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।