এফএনএস স্পোর্টস: মেয়েদের লিগের ফিরতি পর্বে শুভসূচনা করেছে জামালপুর কাচারিপাড়া একাদশ ও নাসরিন ফুটবল একাডেমি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার কুমিল্লা ইউনাইটেডকে ২-১ গোলে হারায় জামালপুর কাচারিপাড়া একাদশ। নাহারের অষ্টাদশ মিনিটের গোলে এগিয়ে যায় কুমিল্লা ইউনাই-টেড। ৪৩তম মিনিটে সাদিয়ার গোলে সমতায় ফেরা জামালপুরের হয়ে ৭১তম মিনিটে জয়সূচক গোলটি করেন আনিকা। দিনের অন্যম্যাচে স্পার্তান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে নাসরিন একাডেমি। দলের জয়ে একটি করে গোল করেন আকলিমা, আনাই মোগিনি ও আনুচিং মোগিনি। সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাসরিন একা-ডেমি। চতুর্থ জয় পাওয়া জামালপুর ১৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংসের মেয়েরা।