32.8 C
Rajshahi
Saturday, December 5, 2020
Home মহানগর রাজশাহীতে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের চিঠি

রাজশাহীতে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের চিঠি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর উপকন্ঠ এলাকা গুলোতে রয়েছে প্রায় শতাধিক ইটভাটা। আইন ও নিয়মের তোয়াক্কা না করেই নামে বেনামে এসকল দির্ঘ ২৫/৩০ বছর ধরে চলছে এসব ইটভাটাগুলি। ইটভাটা পরিচালনা জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন তা অধিকাংশ ইটভাটা মালিকদের কাছে নেই। স্থানীয় প্রশাসকে ম্যানেজ করে সম্পূর্ণ অবৈধভাবে পরিচালনা হচ্ছে ভাটাগুলি। এসব ভাটাগুলি অধিকাংই জনবসতিপূর্ণ এলাকায় পাশে ফসলি জমিতে অবস্থিত। প্রতি বছর শতশত বিঘা ফসলি জমি গিলছে ভাটাগুলি। এতে দেশ হারাচ্ছে ফসলি জমি। রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। দূষণ হচ্ছে পরিবেশ। স্বাথ্য ঝুকি রয়েছে স্থানীয়। আর লাভবান হচ্ছে অবৈধ ইটভাটার মালিকগন।
রাজশাহীর উপকণ্ঠ কাটাখালী থানাধীন ইউসুফপুর ইউনিয়ন নওদা পাড়া গ্রামের এম.জেড.পি ইটভাটা। এই ইটভাটার মালিক মাজদার সরকার। গত কয়েক বছর যাবত অবৈধভাবে ইটভাটা চালিয়ে আসছে। এই ইটভাটার পরিবেশের ছাড়পত্র নাই, বিএসটিআই এর কোনো কাগজপত্র নাই, ফায়ার সার্ভিস ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নাই। এতগুলো নাই এর মধ্যে চলছে ভাটার ব্যবসা। ঘনবসতিপূর্ণ এলাকায় ভাটাটি অবস্থিত। ২৫০গজ দূরেই রয়েছে নওদাপাড়া প্রাথমিক বিদ্যালয়।
স্থানীয়দের অভিযোগ, এম.জেড.পি ইটভাটার সরকারি কোন অনুমোদন পাননি ইটভাটার মালিক মাজদার সরকার।
সরেজমিনে গিয়ে জানা যায়, ইটভাটাটি কয়লার পরিবর্তে গাছের কাঁচাখড়ি ও ডালপালা জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। নাম প্রকাশ না করা শর্তে ভাটার একজন শ্রমিক জানান গড়ে প্রতিদিন ১০০ মনের উপর জ্বালানি হিসেবে গাছের কাঁচা খড়ি ব্যবহার করা হয় এই ইটভাটায়। ফলে পরিবেশ দূষিতসহ মারাত্মক হুমকির মুখে পড়ছে জনশক্তি।
জানতে চাইলে এম.জেড.পি ইটভাটার মালিক মাজদার সরকার বলেন, রাজশাহীতে অন্যান্য সকল ইটভাটা যে নিয়মে চলছে আমার ইটভাটাও সে নিয়মে চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

মহিলা জাতীয় ফুটবল ফাইনালে রংপুর ও মাগুরা

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্ব থেকে বিদায় স্বাগতিক রাজশাহী ও সফররত গাইবান্ধার। কাল সোমবার চ্যাম্পিয়নের...

ছুটির দিনে দুর্ঘটনায় ঝরল ২৬ প্রাণ

এফএনএস: ছুটির দিন গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২২ জন ও...

২নং ওয়ার্ডে প্রতিবন্ধীদের মাঝে অনুদান বিতরণ

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এসডিডিবি প্রকল্পের আয়োজনে গত বৃহস্পতিবার সকালে নগরীর রাসিক ২নং ওয়ার্ড টলিপাড়া ক্লাব ঘরে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা...

থিম ওমর প্লাজায় ‘খিদমাহ’ শো-রুমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর থিম ওমর প্লাজায় 'খিদমাহ' নামের একটি নতুন শো-রুমের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শো-রুমটির উদ্বোধন করেন থিম...

Recent Comments