নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন রাজশাহী জেলা শাখার উদ্যোগে চিকিৎসা, কন্যাদায় ও মৃত্যুকালীন অনুদান প্রদান করা হয়। রাজশাহী জেলা ইমারত নির্মাণ শ্রমিকদের সঞ্চয়ে সংগঠনের নিজের কল্যাণ তহবিল হতে এই অনুদান প্রদান করা হয়। বৃহস্পতিবার রাতে নগরীর সপুরাস্থ নিজস্ব কার্যালয়ে অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ রাজশাহী জেলা কমটির সভাপতি নবাব আলী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল্লাহ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুবুল আলম, ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, ইনসাব রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনসাব রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি আজিজুল হক বাঙ্গালী।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা নাসির, শহিদুল ইসলাম, কাজেম আলী, আমিনুল ইসলাম কালু ও আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।