32.8 C
Rajshahi
Monday, January 18, 2021
Home মহানগর রাজশাহীতে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজশাহীতে জেলা পর্যায়ের জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) নগরীর রিভার ভিউ কালেক্টরেট স্কুলে এই অলিম্পিয়াডের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ জনকে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এর পৃষ্ঠপোষকতা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের উপপরিচালক ড. শারমীন ফেরদৌস চৌধুরি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) মাহমাদুল হাসান প্রমুখ। এ সময় রিভারভিউ স্কুলসহ অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ৯৩ জন শিক্ষার্থীর মধ্যে ৭৪ জন অংশগ্রহণ করে। বিজয়ীরা জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানকে সংবর্ধনা

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী...

সাংবাদিক হিলালী ওয়াদুদের মৃত্যু

এফএনএস: দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই। গতকাল শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ঢাকা...

গোদাগাড়ীর কাদমা হাইস্কুলের ভবন না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীর কাদমা হাই স্কুল ১৯৯৭ইং সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা অত্যন্ত কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার...

রাজশাহীতে মাসব্যাপী বিসিক-ঐক্য উদ্যোক্তা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও ঐক্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিসিক শিল্পনগরী, রাজশাহীর ঐতিহ্যবাহী মঠপুকুর সংলগ্ন মাঠে বঙ্গবন্ধুর...

Recent Comments