নিজস্ব প্রতিবেদক : ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজশাহীতে জেলা পর্যায়ের জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) নগরীর রিভার ভিউ কালেক্টরেট স্কুলে এই অলিম্পিয়াডের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ জনকে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এর পৃষ্ঠপোষকতা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের উপপরিচালক ড. শারমীন ফেরদৌস চৌধুরি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) মাহমাদুল হাসান প্রমুখ। এ সময় রিভারভিউ স্কুলসহ অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ৯৩ জন শিক্ষার্থীর মধ্যে ৭৪ জন অংশগ্রহণ করে। বিজয়ীরা জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।