জস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বিএনসিসি’র মহাস্থান রেজিমেন্টের উদ্যোগে সচেতনতামূলক র্যালি করা হয়েছে। র্যালি শেষে কোভিড-১৯ এবং ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
গতকাল বোরবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান। এসময় বিএনসিসি’র রেজিমেন্টাল কমান্ডেন্ট লে. কর্ণেল একেএম ইকবাল হোসেন, ব্যাটালিয়ন কমান্ডার মেজর মহসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।