32.8 C
Rajshahi
Wednesday, January 20, 2021
Home মহানগর রাজশাহী বিভাগে করোনায় নতুন শনাক্ত ৬৬

রাজশাহী বিভাগে করোনায় নতুন শনাক্ত ৬৬

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ভাবে করোনা শনাক্ত হয়েছে ৬৬ জন। আর নতুন ভাবে সুস্থ হয়েছে মোট ৩৩ জন। গত বৃহস্পতিবার একই সময়ে আক্রান্ত হয়ে দুই জন রোগী মারা যায়।
গতকাল শুক্রবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৭৪ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫১ জন এবং সুস্থ্য হয়েছেন ২১ হাজার ২৪৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৫৩ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানিয়েছেন।
ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১৩ নাটোর ৫ জন, জয়পুরহাট ৩ জন, বগুড়া ২১ জন, সিরাজগঞ্জ ১২ জন, পাবনায় ১২ জন, এদিকে চাঁপাই-নবাগঞ্জ ও নাটোরে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি ।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৯ হাজার ১৯৫ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৬৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮০৮ জন, নওগাঁয় ১ হাজার ৪৭০ জন, নাটোরে ১ হাজার ১৬০ জন, জয়পুরহাটে ১ হাজার ২৩১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৪৫৭ জন ও পাবনায় ১ হাজার ৫০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩৫১ জন। এর মধ্যে রাজ-শাহীতে ৫৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৮ জন, বগুড়ায় ২১৪ জন, সিরাজগঞ্জে ১৬ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২১ হাজার ২৪৭ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৫ হাজার ২৮১, চাঁপাইনবাবগঞ্জে ৭৯২ জন, নওগাঁয় ১ হাজার ৩৫৯ জন, নাটোরে ৯৮১ জন, জয়পুরহাটে ১ হাজার ১৭৭ জন, বগুড়ায় ৮ হাজার ২৮৭ জন, সিরাজগঞ্জ ২ হাজার ১৪৩ জন ও পাবনায় ১ হাজার ২২৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানকে সংবর্ধনা

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী...

সাংবাদিক হিলালী ওয়াদুদের মৃত্যু

এফএনএস: দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই। গতকাল শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ঢাকা...

গোদাগাড়ীর কাদমা হাইস্কুলের ভবন না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীর কাদমা হাই স্কুল ১৯৯৭ইং সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা অত্যন্ত কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার...

রাজশাহীতে মাসব্যাপী বিসিক-ঐক্য উদ্যোক্তা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও ঐক্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিসিক শিল্পনগরী, রাজশাহীর ঐতিহ্যবাহী মঠপুকুর সংলগ্ন মাঠে বঙ্গবন্ধুর...

Recent Comments