নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছে একজন রোগী। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৫ জন।
গতকাল রোববার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১৩৭ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩৪৯ জন এবং সুস্থ্য হয়েছেন ২১ হাজার ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮৮৪ জন। গতকাল দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১০ জন নাটোরে ৯ জন, বগুড়া ২৯ জন, সিরাজগঞ্জে ১৭ জন, পাবনায় ৭ জন। এদিকে চাঁপাইনবাগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি ।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৯ হাজার ৪২ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৬০৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮০৮ জন, নওগাঁয় ১ হাজার ৪৫৬ জন, নাটোরে ১ হাজার ১৪৯ জন, জয়পুরহাটে ১ হাজার ২১৮ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৪১৬ জন ও পাবনায় ১ হাজার ৪৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩৪৯ জন। এর মধ্যে রাজশাহীতে ৫৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ২১৩ জন, সিরাজগঞ্জে ১৬ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২১ হাজার ১৯ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৫ হাজার ২২৯, চাঁপাইনবাবগঞ্জে ৭৮০ জন, নওগাঁয় ১ হাজার ৩৪৬ জন, নাটোরে ৯৭২ জন, জয়পুরহাটে ১ হাজার ১৬৭ জন, বগুড়ায় ৮ হাজার ১৯৪ জন, সিরাজগঞ্জ ২ হাজার ১২০ জন ও পাবনায় ১ হাজার ২১১ জন।