32.8 C
Rajshahi
Saturday, January 23, 2021
Home মহানগর রাজশাহী বিভাগে করোনায় ১ জনের মৃত্যু, বিভাগে শনাক্ত ১২

রাজশাহী বিভাগে করোনায় ১ জনের মৃত্যু, বিভাগে শনাক্ত ১২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনায় নতুন করে আরো ১ জনের মৃত্যু ও ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ৮টি জেলায় মোট ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। আর রাজশাহী জেলায় নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় কম। বিভাগে মোট ২২ হাজার ৭৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৫৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছে ৫২ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে মহানগর এলাকায় ৪১২৩ জন, বাঘা উপজেলায় ১৭৫ জন, চারঘাট উপজেলায় ১৭৫ জন, পুঠিয়া উপজেলায় ১৪৬ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৯ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩১৭ জন ও গোদাগাড়ীতে ১৪৬ জন। জেলার ৯টি উপজেলায় ১৪২৪ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে ও নতুনভাবে শনাক্ত হয়েছে ৬৮ জনের। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ৭৭৩ জনে। শনাক্তের মধ্যে ২০ হাজার ৮৮০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৫৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৭ জন, নওগাঁ ১৪১৩ জন, নাটোর ১১৩৫ জন, জয়পুরহাট ১২১১ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৮৭৪ জন, সিরাজগঞ্জ ২৩৮৬ জন ও পাবনা জেলায় ১৪০০ জন। মৃত্যু হওয়া ৩৪৫ জনের মধ্যে রাজশাহী ৫২ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ২১১ জন, সিরাজগঞ্জ ১৫ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬২ হাজার ৭২৯ জন।
মৃত্যু নেই রাজশাহীতে
পাঁচ দিন পর রাজশাহী বিভাগে গত বৃহস্পতিবার নতুন করে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। তবে এ দিন বিভাগে নতুন ৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর বিভাগে সুস্থ হয়েছেন ৪৩ জন।
গতকাল শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনায় ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানকে সংবর্ধনা

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী...

সাংবাদিক হিলালী ওয়াদুদের মৃত্যু

এফএনএস: দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই। গতকাল শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ঢাকা...

গোদাগাড়ীর কাদমা হাইস্কুলের ভবন না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীর কাদমা হাই স্কুল ১৯৯৭ইং সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা অত্যন্ত কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার...

রাজশাহীতে মাসব্যাপী বিসিক-ঐক্য উদ্যোক্তা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও ঐক্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিসিক শিল্পনগরী, রাজশাহীর ঐতিহ্যবাহী মঠপুকুর সংলগ্ন মাঠে বঙ্গবন্ধুর...

Recent Comments