তথ্যবিবরণী: পররাষ্ট্র মন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেন গতকাল রাজশাহী বিশ^বিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি মূলত বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি। এ পররাষ্ট্র নীতির মূল কথা হলো ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়’। মানুষের প্রতি ভালোবাসা ও ন্যায্য অধিকার আদায় বঙ্গবন্ধুকে অমরত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতিকে গুরুত্ব দিয়ে এটি অনুসরন করছেন। সে কারণে সকল দেশের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক উষ্ণ।
মন্ত্রী আরো বলেন, বিশে^র বিভিন্ন দেশ তাদের প্রতিবেশীর সাথে যুদ্ধে লিপ্ত। কিন্তু আমাদের চিহ্নিত কোন শত্রু নেই। বর্তমান সরকার আলোচনার মাধ্যমে সকল দ্বি-পাক্ষিক বিষয় সমাধানে বিশ^াসী। প্রতিবেশী দেশের সাথে স্থল, সমুদ্রসীমা ও গঙ্গার পানি বণ্টন বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হয়েছে। ১৯৭৮ সালে ও ১৯৯১ সালে মিয়ানমারের সাথে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সুরহা সম্ভব হয়েছিল। এবারও রোহিঙ্গা সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হবে বলে বর্তমান সরকার বিশ^াস করে।
আলোচনা সভার পূর্বে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিশ^বিদ্যলয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।