নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যেন কোন দালাল না থাকে সেটি নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সঙ্গে তার বাসায় সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এই নির্দেশনা দেন।
হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হোসেন বাদশা বলেন, উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসার প্রধান আশ্রয়স্থল রামেক হাসপাতাল। এখানে এসে যেন কেউ হয়রানির শিকার না হন। দালের খপ্পরে পড়ে যেন প্রতারিত না হন। সে জন্য যারা হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিক-হাসপাতালে নিয়ে যায়, তাদের চিহ্নিত করতে হবে। এসব দালালকে হাসপাতালে ঢুকতে দেয়া যাবে না। এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
হাসপাতাল পরিচালক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন। রোগীদের চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালটির কীভাবে আরও উন্নয়ন করা যায় সেসব বিষয়েও আলোচনা হয়। হাসপাতাল পরিচালক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সার্বিক সহায়তা কামনা করেন। সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাও তাকে সহযোগীতার আশ্বাস দেন।