রাজশাহী সিটি কর্পোরেশনের সড়ক পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হলো একটি রোড সুইপার গাড়ি। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সামনের রাস্তায় রোড সুইপার চালিয়ে এর কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোড সুইপারের মাধ্যমে দ্রুত সময়ে সড়ক পরিচ্ছন্ন করা যাবে।
রোড সুইপারের উদ্বোধনকালে রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
মেয়রের সাথে শ্রমিক লীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোহেল সহ মহানগর শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। মোঃ আব্দুস সোহেল মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র মহোয়দকে ফুলেল শুভেচ্ছা জানান শ্রমিক লীগের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি