নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া পৌরসভার আসন্ন নির্বাচনে নৌকা প্রতিক পেয়েছেন বর্তমান মেয়র রবিউল ইসলাম (রবি)। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র তিনি রোববার হাতে পেয়েছেন।
এদিন বৃহস্পতিবার বেলা ১২ টায় তিনি নগরীর কাদিরগঞ্জ এলাকায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের নিয়ে দোয়া মোনাজাতে অংশ নেন।
পরে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম এহিয়া, পৌর আ’লীগ নেতা কাজেম আলী সরকার, পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন, মনিরুল ইসলাম, শাহাদত হোসেনসহ উপজেলা ও পৌর আ’লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে দ্বিতীয় বার দলীয় মনোনয়নসহ নৌকা প্রতিক পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র রবিউল ইসলাম রবি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সারা দেশের মত আগামী ২৮ ডিসেম্বর রাজশাহীর দু’টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। যার একটি পুঠিয়া পৌরসভা ও অন্যটি পবার উপজেলার কাটাখালি পৌরসভা।