রাজশাহী পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি আলা-উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পো-রেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আলাউদ্দিন এর জানযার নামাজ গতকাল শুক্রবার বাদ জুম্মা উপশহর ট্যাংকি মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য মোখলেশুর রহমান কচি, ১৪ (পূর্ব) ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক, ১৪ (পশ্চিম) ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পরিবারবর্গ এবং স্থানীয় মুসল্লিগণ। প্রেস বিজ্ঞপ্তি