নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে ফের সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। গতকাল রোববার সকালে নগরীর সাহেববাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করার সময় তিনি এই আহ্বান জানান।
এ সময় ফজলে হোসেন বাদশা বলেন, করোনার ভ্যাকসিন আমরা কবে পাব, সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই করোনা থেকে বাঁচার জন্য নিজেদেরই সচেতন থাকতে হবে। আমি মনে করি, মাস্ক পরাটাই নিরাপদ উপায়। তাই সবাইকেই নিজেদের মঙ্গলের জন্য মাস্ক পরতে হবে।
তিনি আরও বলেন, আমি সচেতন-তার অংশ হিসেবে করোনাভাইরাসের শুরু থেকেই মাস্ক বিতরণ করে আসছি। এই মাস্কটা আমাদের তৈরি করা। এর মান অনেক ভাল। সবাই যদি এখনও সচেতন হয়, মাস্ক ব্যবহার করে, তবে করোনা পরিস্থিতির মোকাবেলা আমরা করতে পারব।
এ সময় তার সঙ্গে মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমন্ডলির সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, নগর যুবমৈত্রীর সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা যুবমৈত্রীর সভাপতি মনির উদ্দীন পান্না, নগর ছাত্রমেত্রীর সাধারণ সম্পাদক সম্রাট রায়হান প্রমুখ।