এফএনএস স্পোর্টস: মেয়েদের ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ৩ মাস পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টটি এখন হবে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। আগের সূচিতে ২০২২ সালের নভেম্বরে হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। নতুন সিদ্ধান্তের ফলে ২০২২ সালে মেয়েদের দুটি বড় ইভেন্ট অনুষ্ঠিত হবে। একটি ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপ, আরেকটি কমনওয়েলথ গেমস। নতুন করে কেন এই পরিবর্তন, তার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে আইসিসি। মূলত ২০২৩ সালে কোনও ইভেন্ট না থাকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। এ ছাড়া ২০২২ সালের বাইরেও মেয়েরা যেন নিজেদের মোমেন্টাম ধরে রাখতে পারে, তার সহায়ক ভূমিকা পালন করতেই একটি ইভেন্ট পেছানো হয়েছে। এর আগে আগস্টে করোনার কারণে পেছানো হয় মেয়েদের ২০২১ সালের ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের এই আসর। কিন্তু করোনার হানায় প্রস্তুতিতে প্রভাব পড়ায় সেটি পিছিয়েছে এক বছর।
এদিকে বাংলাদেশে হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী আসর নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি আইসিসি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জানুয়ারিতে হওয়ার কথা ছিল মেয়েদের এই টুর্নামেন্ট।