32.8 C
Rajshahi
Saturday, December 5, 2020
Home খেলা ৩০ বছরের রেকর্ড ভাঙলেন হ্যারিস-পুকোভস্কি

৩০ বছরের রেকর্ড ভাঙলেন হ্যারিস-পুকোভস্কি

এফএনএস স্পোর্টস: এতদিন শেফিল্ড শিল্ডের সর্বোচ্চ রানের পার্টনারশিপটা দখলে ছিল ওয়াহ ভাইদের। অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে যা টিকে ছিল ৩০টি বছর! টিকে ছিল এজন্যই বলতে হচ্ছে, কারণ মার্ক ওয়াহ ও স্টিভ ওয়াহর সেই রেকর্ড এবার নিজেদের করে নিয়েছেন অন্য দুইজন। এরা হলেন- মার্কাস হ্যারিস ও উইল পুকোভস্কি। ১৯৯০ সালে পঞ্চম উইকেটে ৪৬৪ রানের সর্বোচ্চ জুটিটি গড়েছিলেন ওয়াহ ভাইরা। ভিক্টো-রিয়ার হয়ে খেলতে নেমে পুকোভস্কি-হ্যারিস রেকর্ডটি নিজেদের করে নিয়েছেন ওপেনিং জুটিতেই। দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের জুটিটি ছিল ৪৮৬ রানের। এদিন ৪১৮ রান নিয়ে খেলা শুরু করে পুকোভস্কি-হ্যারিস জুটি। তখন পুকোভস্কির স্কোর ছিল ১৯৯। দিনের প্রথম বলেই ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল পূরণ করেন তিনি। এরপর ধীরে ধীরে রেকর্ড বইয়ে নাম লেখানোর দৌড়ে এগিয়ে যেতে থাকেন হ্যারিসকে সঙ্গে নিয়ে। অবশ্য ৩০ বছরের এই রেকর্ড অক্ষুণœ থাকতো, যদি কলাম ফার্গুসন ক্যাচ মিস না করতেন। জুটিটি যখন ৪৩৬ রানে ছিল, তখন স্লিপ থেকে হ্যারিসের ক্যাচ ফেলে দেন তিনি। তবে এরপর আর কোনও ভুল করেনি হ্যারিস-পুকোভস্কি। একটা সময় ৫০০ রানও নিকটে মনে হচ্ছিল। কিন্তু দক্ষিণ অস্ট্রেলিয়া এই জুটি ভেঙে দেয় হ্যারিসকে শর্ট বলে বিদায় দিয়েই। হ্যারিস ফিরেছেন ২৩৯ রানে। অপর দিকে অপরাজিত ছিলেন পুকোভস্কি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম ওপেনিংয়ে নেমেছিলেন। আর প্রথমবারেই দেখালেন ঝলক। ইতিহাসের অংশ হয়ে ক্যারিয়ার সেরা ২৫৫ রানে অপরাজিত ছিলেন। ভিক্টোরিয়া পরে ইনিংস ঘোষণা করে ৩ উইকেটে ৫৬৪ রানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

মহিলা জাতীয় ফুটবল ফাইনালে রংপুর ও মাগুরা

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্ব থেকে বিদায় স্বাগতিক রাজশাহী ও সফররত গাইবান্ধার। কাল সোমবার চ্যাম্পিয়নের...

ছুটির দিনে দুর্ঘটনায় ঝরল ২৬ প্রাণ

এফএনএস: ছুটির দিন গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২২ জন ও...

২নং ওয়ার্ডে প্রতিবন্ধীদের মাঝে অনুদান বিতরণ

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এসডিডিবি প্রকল্পের আয়োজনে গত বৃহস্পতিবার সকালে নগরীর রাসিক ২নং ওয়ার্ড টলিপাড়া ক্লাব ঘরে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা...

থিম ওমর প্লাজায় ‘খিদমাহ’ শো-রুমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর থিম ওমর প্লাজায় 'খিদমাহ' নামের একটি নতুন শো-রুমের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শো-রুমটির উদ্বোধন করেন থিম...

Recent Comments