বৃহস্পতিবার সকাল ১০টায় কারিতাস অডিটোরিয়মে কারিতাস রাজশাহী অঞ্চলের লাইফ প্রকল্প এর আয়োজনে “শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে” মূলসুর কে সামনে রেখে বিশ্ব শিশু দিবস উদয্াপন ২০২০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং পুরস্কার প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশন এর ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, বিশপ জের্ভাস রোজারিও, ডিডি,এসটিডি,বিশপ,রাজশাহী ধর্মপ্রদেশ এবং প্রেসিডেন্ট,কারিতাস বাংলাদেশ, কারিতাস রাজশাহী অঞ্চল আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা, কর্মসূচি কর্মকর্তা (স্বাস্থ্য) মিস লুচয়া মার্ডী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চল কর্মসূচি কর্মকর্তা (ডিএম) মি. দীপক এক্কা। পথশিশু, তাদের অভিভাবকগণ ও সমাজের জনগণ বিশ্ব শিশু দিবসের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে এবং শিশুদের অধিকার সম্পর্কে জানবে ও বলতে পারবে। পথশিশুদের অভিভাবকগণ ও সমাজের জনগণ শিশুদের অধিকার প্রদানে সক্রিয় ভুমিকা রাখবে এমন উদ্দেশ্য নিয়ে বিশ্ব এগিয়ে যাবে এবং নতুন করে শিশুদের জন্য এই পৃথিবী গড়ে উঠবে বলে উপস্থিত অতিথিগণ আশাপ্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধূলা ও প্রতিযোগীতার মাধ্যমে বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি